ধনের বড়াই -আমজাদ হোসাইন(দাদাজী) bangla kobita

 





ধনের বড়াই
   আমজাদ হোসাইন(দাদাজী)


ধনের বড়াই তুমি করো না কো আর

জ্বলে পুড়ে একদিন হবে ছাড়খাড়

ধনে আসে না সুখ,করে দেয় অন্ধ

ধরাকে সরা বলে লাগে শুধু দ্বন্দ্ব 

বিবেক হারিয়ে গড়ে ধনের পাহাড় 

জ্বলে পুড়ে একদিন হবে ছাড়খাড়

ঙ্গানের আলো নিভে যায় থাকে শুধু ছাই

হিংসা বিদ্বেষে বাড়ে আত্ম বড়াই

লাঞ্চিত ঘৃণিত সব ধন নাই যার

জ্বলে পুড়ে একদিন হবে ছাড়খাড় 

কারুন হারিয়ে গেল তাহারই ধনে

সাদ্দাত হারালো জান্নাত গেল অকারনে

ফেরাউন,হামাম,নমরুদ যত পাপাচার

জ্বলেপুড়ে  একদিন হল ছাড়খাড়।

Tahira Tasrin Mithila (তাহিরা তাসরিন মিথিলা)

 

 tags: bangla kobita, bangla golpo ,kobita , golpo gl কবিতা ,বাংলা রোমান্টিক কবিতার লাইন ,প্রেমের কবিতা ,আধুনিক প্রেমের কবিতা,

bangla golpo romantic ,বাংলা প্রেমের কবিতা ,ফুল নিয়ে প্রেমের কবিতা 
bengali sad status for Whatsapp ,facebook status bangla 2020 ,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url