Grave of the fireflies - anime review by Afnanul Smoron

Title: Grave of the fireflies 

Genre: Tragedy

Director: Isao Takahata

Release date: 16 April 1988

Running time: 1h 33min

MAL rating: 8.5/10

IMDb rating: 8.5/10

Rotten tomatoes rating: 100%

Metacritic rating: 94%


Grave of the fireflies মুভিটি মুলত যুদ্ধ পরবর্তী অবস্থাকে কেন্দ্র করে তৈরি। ১৯৬৭ সালে Akiyuki Nosaka একটি অর্ধ-আত্মজীবনীমুলক ছোটগল্প লিখেন যার নাম ছিলো "Grave of the fireflies"। এই ছোটগল্পের কাহিনীকে অনুসরণ করেই পরবর্তীতে Toru Hara এর প্রযোজনায় এবং Isao Takahata এর পরিচালনায় ১৯৮৮ সালে মুভিটি মুক্তি পায়। মুভিটি box-office এ ৫১৬,৯৬২ মার্কিন ডলার কামাই করে।


Grave of the fireflies মুভিটি মুলত ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এক কিশোরের তার ছোটবোন কে নিয়ে বেঁচে থাকার লড়াই। মুভিটির মূল চরিত্র Seita যে একজন কিশোর এবং অপর চরিত্র হলো Setsuko যে তার ছোটবোন। তাদের বাবা জাপানিজ নেভির একজন ক্যাপ্টেন। কিন্তু যুদ্ধের শুরুতেই তার বাবা যুদ্ধে যোগ দেয়। তারা জাপানের কোব শহরের বাসিন্দা। যুদ্ধে বাড়ি হারিয়ে নিজের ছোটবোন কে নিয়ে জীবনযুদ্ধে লড়াই করার কাহিনী মুভিতে তুলে ধরা হয়েছে।


মুভিটির প্রথম দৃশ্যে দেখানো হয় কোব রেলওয়ে স্টেশনে এক কিশোর ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। সেই কিশোরই Seita। স্টেশনের এক কর্মচারী অন্যান্য লাশের সাথে Seita এর লাশও স্তুপ করে রাখে। তার লাশের সাথে কর্মচারিটি একটি টিনের কৌটা পায় যা সে দুরে ঝোপের মাঝে ফেলে দেয়। তখন সেখানে অনেক জোনাকি একসাথে উড়তে থাকে এবং সেই মুহুর্তে Seita এর আত্মা Setsuko এর আত্মার সাথে দেখা করে এরপর তারা তাদের অতীতকে দেখতে পায়। সেখান থেকেই মুভিরটির কাহিনির অগ্রযাত্রা হয়।


কয়েকমাস আগে কোব শহরের বিমানের মাধ্যমে বোমাবর্ষণ হয়। সেই হামলায় বাকি সব বাড়ির সাথে Seita এবং Setsuko এর বাড়িও পুড়ে যায়। তারা দুজনে পালাতে সক্ষম হলেও তাদের মা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। Seita কে সব জানানো হয়। বাকি সব লাশের সাথে তার মায়ের লাশও পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এটা সে তার বোনকে জানতে দেয় নি। অতপর তারা তাদের এক আত্মীয়ের বাসায় যায়। 


তাদের চাচি Seita কে রাজি করিয়ে তাদের মায়ের সিল্কের কাপড়ের বিনিময়ে চাল দেয়ার চুক্তি করে। তাদের চাচি তাদেরকে নিজের উপর বোঝা বলে মনে করে। একসময়ে এসে Seita তার বোনকে নিয়ে বাড়ি থেকে চলে যায় নিজেদের মতো করে থাকার জন্য। এভাবে তাদের জীবনের নতুন যাত্রা শুরু হয়। কিন্তু সে যাত্রা পরবর্তিতে এক রোমহষর্ক দুঃস্বপ্নে পরিণত হয়।


Grave of the fireflies নিসন্দেহে সেরা এনিমেটেড মুভিগুলোর মধ্যে একটি। যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধ পরবর্তী অবস্থা, মা ছাড়া সন্তানের অসহায়ত্ব, নিষ্ঠুর পৃথিবীর নির্মম বাস্তবতা, আপনজনকে হারানোর কষ্ট  সবই মুভিটিতে প্রকাশ পেয়েছে। এবং এটা বলার বাকি থাকে না যে মুভিটি অসংখ্য দর্শককে কাঁদিয়েছে।


ব্যক্তিগত মতামতঃ Grave of the fireflies আমার দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটি। মুভিটির প্রথম সংলাপ ছিলো Seita এর এবং সে বলেছিলো, "21st September 1945. It’s the day I died." তার এই সংলাপটিই দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এক পর্যায়ে এসে Setsuko তার ভাই Seita কে বলেছিলো, "Why do fireflies have to die so soon?" এই কথাটির গভীরতা কতটুকু তা মুভিটি দেখা ছাড়া জানা সম্ভব না। এবং ব্যাপারটা হাস্যকর শুনালেও সত্যি যে বাকিদের মতো মুভিটি আমাকেও কাঁদিয়েছে।


Author: Afnanul Smoron 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url