ও আমার বঙ্গভূমি- আমজাদ হোসেন( দাদাজী)।বাংলা কবিতা।desh prem niye kobita।bangla kobita


 






ও আমার বঙ্গভূমি 

আমজাদ হোসেন( দাদাজী)

দেশপ্রেম নিয়ে বাংলা কবিতা। desh prem er kobita 

ও আমার বঙ্গভূমি, ও আমার বঙ্গ আকাশ,

তোমায় ভালোবেসে আমি কাটাই বারোমাস।

তোমার অন্ন- জলে আমি হই লালন পালন-

তোমার আলোর পরশ লেগে ধন্য মোর জীবন।

তব সমীরণে আমার মন হলো উদাস-

তোমায় ভালোবেসে আমি কাটাই বারোমাস।

কি যে শোভা তব বুকে, সবুজের মেলা-

তারই ফাকে তারা আর চাদনীর মেলা।

ধন্য তোমার পাহাড় নদী,ধন্য নীলাকাশ,

তোমায় ভালোবেসে আমি কাটাই বারোমাস। 

তোমার কোলে জন্ম নিয়ে হইলাম চিরসুখী,

তোমার সোহাগ দু'হাত ভরে আপন গায়ে মাখি,

তোমার বুকে মুখ লুকাতে হব না নিরাশ,








Tags:

Desh prem kobita,bangla kobita, new kobita, simiflex.com simiflex, tahira tasrin mithila,mithila, desh prem kobita, ১৬ ডিসেম্বর কবিতা। কবিতা। দেশপ্রেম। 


তোমায় ভালোবেসে আমি কাটাই বারোমাস।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url