শীত-তাহিরা তাসরিন মিথিলা।বাংলা কবিতা।bangla kobita

 



শীত-তাহিরা তাসরিন মিথিলা।বাংলা কবিতা।bangla kobita

এসেছো তুমি হেমন্তের ডাকে,

শরতের শুভ্রতাকে মলিনতায় ঢেকে দিতে।

এসেছো তুমি বসন্তের আগমনী বার্তা নিয়ে,

যে রাঙিয়ে যাবে তোমার মলিনতার পরশকে।

 এসেছো তুমি শীত,

 স্মরিয়ে দিতে মনের অতীত।

 তোমার ছোঁয়ায় জমাট বাঁধে ক্ষত,

 তুমি চিরকাল থাকবে তো?

 চাই না আমি বসন্তে-রাঙা দিন,

 চাই না আমি বর্ষাভেজা দিন,

 চাই না আমি হেমন্তের সুগন্ধ

  কিংবা শরতের শুভ্রতা,

তোমার কুয়াশার চাদরে আগলে থাকতে চাই

দূরে ঠেলে দিয়ে জগতের নির্দয়তা।





তাহিরা তাসরিন মিথিলা


।বাংলা কবিতা।

bangla kobita


শীতের কবিতা

শীত নিয়ে বাংলা কবিতা
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৯ ডিসেম্বর, ২০২০ এ ৭:২২ PM

    Sensor hoise

Add Comment
comment url