Finance Interview Question Answer in Bangla || ফিনান্স ভাইভা প্রশ্ন
ফিনান্স ও ব্যাংকিং ভাইভা প্রস্তুতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর, এবং ব্যাংখ্যা
সম্মানিত পাঠক, ফিনান্স ও ব্যাংকিং ইন্টারভিউ প্রশ্ন ও ব্যাখ্যা পর্বে আপনাদের স্বাগতম । ব্যাংক, বিসিএস,পুলিশ সহ অন্যান্য সরকারি চাকুরীর ভাইভাতে বিষয় ভিত্তিক প্রশ্নের সংখ্যাই থাকে ৬০-৭০ ভাগ। যারা একাডেমিক বিষয় ভিত্তিক প্রশ্নগুলোর সঠিক, এবং সাবলীল উত্তর দিতে পারেন তাদের ভাইবা তে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়।
আজকে আমরা আলোচনা করবো ফিনান্স ও ব্যাংকিং ভাইভা প্রস্তুতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫৩ টি প্রশ্ন, উত্তর, এবং ব্যাংখ্যা নিয়ে। প্রশ্ন গুলো কভার করতে পারলে ফিনান্স বিষয়ক ভাইবা প্রশ্ন নিয়ে আপনাকে আর ভোগান্তিতে পরতে হবে না ইনশা-আল্লাহ। চলুন শুরু করা যাক।
প্রশ্নঃ ফিনান্স কি? বা ফিনান্স বলতে কি বুঝায়?
উত্তরঃ
একটি ব্যবসায়- প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য কি পরিমাণ মুলধন প্রয়োজন, মূলধন সংগ্রহের জন্যে সুবিধাজনক উৎস চিহ্নিত করণ ও উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ লাভজনক খাতে বিনিয়োগ নিশ্চিত করণ ও অর্থের আগমন নির্গমন নিয়ন্ত্রের মাধ্যমে অর্থের ব্যবহার নিশ্চিত করে ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সামগ্রিক প্রচেষ্ঠাকে অর্থায়ন বা ফিন্যান্স(Finance) বলে।
প্রশ্নঃ ব্যাংক কাকে বলে ?
উত্তর : ব্যাংক হলো মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণদান করে।
.
প্রশ্নঃ ব্যাংকিং কি ?
উত্তর : ব্যাংকের সকল কার্যক্রমকে ব্যাংকিং বলে।
.
প্রশ্নঃ বাণিজ্যিক ব্যাংক কি ?
উত্তর : আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
.
প্রশ্নঃ বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও কি ?
উত্তর : কোন বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও বলে।
.
প্রশ্নঃ বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৬টি (1.SBL, 2.JBL, 3.ABL, 4.RBL, 5.BDBL, 6.BASIC Bank)
.
প্রশ্নঃ তফছিলি ব্যাংক কি ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স গ্রহণকারী ব্যাংক যা সকল বিধি বিধান যথা ন্যুনতম মূলধন,CRR, SLR, প্রভিশন, রিটার্ন দেয়া ইত্যাদি মেনে চলে । Cash reserve Ratio (CRR) এবং Statutory liquidity ratio (SLR)
.
আমরা অনেকেই প্রশ্ন গুলো পাঠ্য বইয়ে পড়েছি কিন্তু সাজিয়ে অল্প কথায় উত্তর দিতে পারি না। তাদের জন্য ইনশা-আল্লাহ আমার আজকের কষ্ট সার্থক হবে বলে আশা করছি।
প্রশ্নঃ বাংলাদেশে তফছিলিভুক্ত ব্যাংক ব্যাংক কতটি ?
উত্তর : ৫৭টি (সর্বশেষ—সীমান্ত ব্যাংক)
.
প্রশ্নঃ বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা কি ?
উত্তর :বিশেষ অর্থনৈতিক খাতে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক বাবস্থা পরিচালিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বাবস্থা বলে।
.
প্রশ্নঃ বাংলাদেশে সরকারী মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কতটি ?
উত্তর : ২টি (1.BKB, 2.RAKUB)
.
প্রশ্নঃ উন্নয়ন ব্যাংক কি ?
উত্তর : উন্নয়ন ব্যাংক বলতে বিশেষায়িত সরকারী এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে বুঝায় যারা মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গঠন এবং প্রসারের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করে।
প্রশ্নঃ বাংলাদেশের ২টি উন্নয়ন ব্যাংকের নাম বলুন।
উত্তর : বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
.
প্রশ্নঃ বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৪০ টি ( ৩২ কনভেন্সনাল+৮ ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক)
.
প্রশ্নঃ বাংলাদেশে বিদেশী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৯টি
.
প্রশ্নঃ সুদের হার কি ?
উত্তর :ঋণ গ্রহণের জন্য প্রদত্ত অর্থের শতকরা হারকে সুদের হার বলে।
.
প্রশ্নঃ ব্যাংক হার কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলীভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। বর্তমানে বাংলাদেশে ব্যাংক হার ৫%
.
প্রশ্নঃ ব্যাংক হার নীতি কি ?
উত্তর : যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলকে ঋণ প্রদান করে থাকে তাকে ব্যাংক হার নীতি বলে।
.
প্রশ্নঃ ঋণ নীতি কি ?
উত্তর :ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসাবে মঞ্জুর করে এজন্য ব্যাংককে ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয়। এরূপ নীতিকে ঋণ নীতি বলা হয়।
.
প্রশ্নঃ আর্থিক নীতি কি ?
উত্তর : একটি দেশের মুদ্রার যোগান ও ঋণ নিয়ন্ত্রণ নীতিকে আর্থিক নীতি বলে।
.
প্রশ্নঃ খোলাবাজার নীতি কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলাবাজারে হুন্ডি, শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে খোলাবাজার নীতি বলে।
.
প্রশ্নঃ প্রকৃত আমানত কি ?
উত্তর : কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে।
.
প্রশ্নঃ মুদ্রাপাচার কি ?
উত্তর :দেশ থেকে বিদেশে অথবা, বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তাকে মুদ্রা পাচার বলে।
.
প্রশ্নঃ আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে ?
উত্তর :বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম যখন দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম প্রসারিত করে তখন তাকে আন্তর্জাতিক ব্যাংকিং বলে।
.
প্রশ্নঃ ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
উত্তর : ব্যাংক অফ ইংল্যান্ড।
.
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
উত্তর : ফেডারেল রিজার্ভ ব্যাংক।
.
প্রশ্নঃ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?
উত্তর : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
.
২৫। আর্থিক মধ্যস্থতা কি ?
উত্তর : বর্তমানকালে বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, ঋণ সংস্থা, বীমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান সঞ্চয়কারীদের কাছ থেকে তহবিল বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করে। এই প্রক্রিয়াকে আর্থিক মধ্যস্থতা বলে।
.
প্রশ্নঃ গারনিশি অর্ডার কী ?
উত্তর : আদালত কর্তৃক ব্যাংক এর ওপর প্রদত্ত একটি আদেশ হলো গারনিশি অর্ডার।
আদালত কর্তৃক কোনো পাওনাদারের পাশে যখন কোনো দেনাদারের (ব্যাংকের গ্রাহক) বিরুদ্ধে তার হিসাব বন্ধের জন্য একটি আদেশ জারি করা হয় তখন তাকে গারনিশি অর্ডার বলে।
.
প্রশ্নঃ স্মার্টকার্ড কি ?
উত্তর : যে কার্ডের মাধ্যমে যে কোন সময় টাকা ছাড়াই লেনদেন বা কেনাবেচা করা যায় তাকে স্মার্টকার্ড বলে।
.
প্রশ্নঃ ক্ষুদ্র ঋণ কি ?
উত্তর :ক্ষুদ্র ঋণ বলতে বুঝায় সামান্য ধার যা সাধারণত ব্যাংকের বা অন্যান্য সংস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা হয়।
.
প্রশ্নঃ মূলধন বাজার কি ?
উত্তর :যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে।
.
প্রশ্নঃ স্টক এক্সচেঞ্জ বলতে কি বুঝেন ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ বলতে এমন এক স্থানকে বুঝায় যেখানে জয়েন্ট স্টক কোম্পানি, সরকারী এবং আধা-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণপত্রের ক্রয়-বিক্রয় হয়।
.
প্রশ্নঃ অর্থ বাজার কি ? Money Market
উত্তর : যে বাজারে স্বল্পকালীন সময়ের জন্য ঋণ আদান প্রদান করা হয় তাকে অর্থ বাজার বলে।
.
প্রশ্নঃ শেয়ার বাজার কি ?
উত্তর : যে সুসংহত বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে শেয়ার বাজার বলে।
.
প্রশ্নঃ তারল্য কি ?
উত্তর :ব্যাংকে আমানতকারীদের তাৎক্ষনিক চাহিদা মেটানোর জন্য যে অর্থ নগদ আকারে রেখে দেয় তাকে তারল্য বলে।
.
প্রশ্নঃ বাট্টাকরণ কাকে বলে ?
উত্তর :ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
.
প্রশ্নঃ অফশৌর ব্যাংকিং কি ?
উত্তর :আন্তর্জাতিক ব্যাংকিং এর অফশৌর কেন্দ্রে যে সেবামূলক ব্যাংকিং গড়ে ওঠে তাকে অফশৌর ব্যাংকিং বলে।
.
প্রশ্নঃ বাংলাদেশে অফশৌর ব্যাংকিং এর দুটি সুবিধা উল্লেখ করেন।
উত্তর : বাংলাদেশে অফশৌর ব্যাংকিং দুটি এর সুবিধা হলোঃ ১) সুদবিহীন বিদেশী মূলধনের প্রবাহ সৃষ্টি করা ; ২) স্থানীয় মূলধন তীব্র শিল্প স্থাপন ও উন্নয়ন।
.
প্রশ্নঃ কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝায় ?
উত্তর : যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে অন্যান্য ব্যাংক বাবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
.
প্রশ্নঃ ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে । কেন ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। জরুরি প্রয়োজনে ঋণ দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে।
.
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের গঠন কি ?
উত্তর : বাংলাদেশের ব্যাংক একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ব্যাংক।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একটি 'পরিচালনা পর্ষদ'-এর ওপর ন্যস্ত এ ব্যাংক। একজন গভর্নর, দুজন ডেপুটি গভর্নর এবং আটজন পরিচালক নিয়ে সরকারের মনোনীত এ পর্ষদ।
.
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের কাজ কি কি ?
উত্তর : নোট প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি
.
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির (১২ তম)।
.
প্রশ্নঃ বিহিত মুদ্রা কী ?
সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা।
.
প্রশ্নঃ SDR কি ?
উত্তর : SDR হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক ম্যান যা আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষের দিকে চালু করে।
.
প্রশ্নঃ ইউরো ডলার কি ?
উত্তর :ইউরোপীও ইউনিয়নভুক্ত দেশগুলো একত্রিত হয়ে যে একক মুদ্রা চালু করেছে তাকে ইউরো ডলার বলে।
.
প্রশ্নঃ SDR এর পুর্ণরূপ বলুন ।
উত্তর : SDR এর পুর্ণরূপ Special Drawing Rights
.
প্রশ্নঃ CIB এর পুর্ণরূপ বলুন ।
উত্তর : CIB এর পুর্ণরূপ Credit Information Bureau
.
প্রশ্নঃ মার্ক আপ নীতি কি ?
উত্তর :কোন প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ নীতির উপর ভিত্তি করে নিজস্ব সেবার মূল্য নির্ধারণ করে তখন তাকে মার্ক আপ নীতি বলে।
.
প্রশ্নঃ নিকাশ ঘর কি ?
উত্তর :বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর বলে। অন্যভাবে,
নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা, যাতে কোনো নির্দিষ্ট স্থানে আনীত সব চেক ও হুন্ডির উদ্বৃত্ত পরস্পর দাবির বিপক্ষে যোগ-বিয়োগ করা হয়। এটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির স্থান।
.
প্রশ্নঃ নিকাশ ঘর কে নিয়ন্ত্রণ করে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক।
.
প্রশ্নঃ ঋণপত্র কি ?
উত্তর : ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে।
আশা করি আপনাদের সামান্য উপর কারতে পেরেছি। ফিনান্স ভাইভা নিয়ে আরো কোন প্রশ্ন থাকলে, জানার থাকলে কমেন্ট করুন ইনশা-আল্লাহ উত্তর পাবেন। ধন্যবাদ