মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম।কাজী নজরুল ইসলাম বাংলা কবিতা সমগ্র। kazi Nazrul Islam kobita
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
কাজী নজরুল ইসলাম
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।
কল-কল-কল, ছল-ছল-ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।
কাজী নজরুল ইসলাম কবিতা। kazi nazrul islam kobita। বাংলা কবিতা।bangla kobita।tahira tasrin mithila।simiflex।বিখ্যাত বাংলা কবিতা।bangla ukti
.
