রফিক আজাদ-ডাহুক ডাকে।বাংলা কবিতা।Bangla kobita।Bangla fb caption
রফিক আজাদ-ডাহুক ডাকে।বাংলা কবিতা।Bangla kobita।Bangla fb caption
রফিক আজাদ।
ডাহুক ডাকে মনের মধ্যে ডাহুক ডেকে যায়,
অচেনা ব্যোমনে
প্রাণের ভেতর অকালবােধন করি কী উপায়!
কোকিল ডেকে চলে গেছে আরেকটি উদ্যানে,
পুচ্ছ তুলে তুচ্ছ পাখি অন্য কোনােখানে
যাবার আগে বলে গেল।
ন্যাড়া ডালে থাকে কোন বােকায়?
বােকার ধান তাে পােকায় খাবে, এটাই যে নিয়ম,
গিটু তবু বাড়তে থাকে কী করবে খৈয়ম!
বাকির খাতা ভরে উঠলে শূন্যে বাধে ঘর-
বাড়ি-গাড়ি কিচ্ছুটি নেই এটি কেমন বর?
কোকিল ডেকে চলে গেছে অপর সে-উদ্যানে
তােমার সফর হােক না শুরু অচেনা ব্যোমনে!
