পাইনি-আবদুল মান্নান সৈয়দ। বাংলা কবিতা।sad bangla kobita


 আবদুল মান্নান সৈয়দ। বাংলা কবিতা।sad bangla kobita 

পাইনি

আমরা দেখেছি : ফাল্গুনের ঝরা পাতা অতিদ্রুত দারুণ চাকায়।

পিষ্ট করে ওড়াতে ওড়াতে মােটরসাইকেল ছুটে যায়।

আমরা দেখেছি : ঠায় সাত তলা বিল্ডিংয়ের পাশের

নিটোল ফুটপাতে

খুঁড়িয়ে-খুঁড়িয়ে টলে যায় মানুষ সন্তান!

শুনেছি রাত্তিরে শহরের কৃষ্ণ পথে-পথে প্রহরীর হুংকারে উৎক্ষিপ্ত

জেব্রাক্রসিঙের জেব্রাগুলি উঠে ঘুরে ফিরে বেড়িয়েছে রাত্রিভাের ।

রাত্রিভাের সেই জেব্রাদের খুঁজে-খুঁজে-খুঁজে

তবু আমরা পাইনি।


বাংলা গল্প।বাংলা bangla golpo.

তােমাকে পাইনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url