জলছায়া-পর্ব ১ ফায়াজ হাসান মাহি।বাংলা গল্প।Bangla golpo



জলছায়া-পর্ব ১
ফায়াজ হাসান মাহি।বাংলা গল্প।Bangla golpo



নীতুর সর্দি লেগেছে। বারবার নাক টানছে। আমি

ফোনের এপাশ থেকে বুঝতে পারছি ওর দিনকাল

খুব একটা ভালো যাচ্ছেনা। হোয়াটসএপে খুব একটা

ভালো কথা শুনা যাচ্ছেনা। আমি আবার মেসেঞ্জারে

চেষ্টা করলাম কথা বলতে। নীতু বারবার বলছে, আমি

ভালোবাসি। আমি তারপরও আরেকবার আরেকটু স্পষ্ট

করে শোনার জন্য ওকে ফোন করেই যাচ্ছি। ও

১৪ তম চেষ্টায় ফোন ধরার পর আমাকে বললো,

হাসিব থামো। হবেনা তো ওমন? বুঝতে পারছোনা?

আমি মৃদু হেসে বলি, না হতে হবে। আমার ভালো

লাগেনা। দিন কাটেনা। আমরা প্রতিবার যখন কাছাকাছি বসে

থাকতাম, তুমি হাত ধরে যেভাবে ভালোবাসি বলতে

ওভাবে বলতে হবে।

নীতু হাসে। আমি কল্পনা করতে পারি ও এখন ডান

চোখের ভ্রু উচিয়ে মুখে হাত দিয়ে হাসছে। ওর

হাসি প্রথম যখন শুনেছিলাম তখন মনে হয়েছিলো

মেয়েটার ঠান্ডা লেগেছে। এখন মনে হয়, আচ্ছা

এমন হতে পারে যে মৃত্যুর পর আমি খোদার সাথে

একটা চুক্তি করলাম। চুক্তিনামায় একটাই চুক্তি। আমার প্রতিটা

ভালো কাজের বিনিময়ে ওর খসখসে বিচ্ছিরি

রকমের হাসিটা এক মিনিট করে শুনতে দিতে হবে।

নীতুর হাসি কমে আসলে আমাকে বললো, তুমি

এমন পাগল পাগল করো মাঝে মাঝে। আমি তোমার

থেকে এখন প্রায় ৭০০০ কিমি দূরে রাত না হওয়া একটা

ঠান্ডার শহরে বসবাস করছি। তোমার হাতটাও ছুয়ে

দিতে পারছিনা।

আমি দীর্ঘশ্বাসটা টেনে আরেকটু বড় করে

ওকে বললাম,

তুমি আমার মনে এসো

কাউকে না জানিয়ে, বৈশাখী ঝড় তুলে

অল্প করে ভালোবেসো

নীতু আবার হাসছে। আমি জানালায় মাথা ঠেকিয়ে ওর

হাসি শুনি। ওকে একটু পর বলি, বেশি সস্তা হয়ে

গেছে কবিতা, আমি তো পারিনা জানোই।

নীতু আমাকে ফোনের ওপাশ থেকে তিনটা চুমু

দিয়ে বলে, তোমাকে অনেক ভালোবাসি।সত্যি,

সত্যি, তিন সত্যি।

ফোনটা রেখে দেওয়ার পরও কানে বারবার

ভালোবাসি কথাটা বাজতেই থাকলো। এমন কেন

লাগে? যখন খুব ভালোবাসার মানুষটা তার মনটা মেলে

ধরে, তখন এমন কেন লাগে? আমি উত্তর খুঁজিনা।

ঘুমিয়ে যেতে হবে। কাল সকালে একটা ইন্টারভিউ

আছে। লিফট বিক্রি করে এমন একটা কোম্পানী।

আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করিনি, কোনরকমে

ইঞ্জিনিয়ারিং পাশ করা মাসে তিনটা টিউশনী করে রাতের

বেলা মেসে এসে পাউরুটি দিয়ে চা ভিজিয়ে খাওয়া

খুব সাধারণ একটা বালক। নয় মাস ধরে বেকার বসে

আছি এটা ছাড়া আমি আর কোন কিছু নিয়ে চিন্তিত না। এটা

নিয়ে এতো ভাবতামনা, এখন ভাবতে হচ্ছে কারণটা

নীতু। নীতুকে বিয়ে করতে আমার খুব শখ হয়।

এই কথাটা আমি কতবার ওকে বলেছি, প্রতিবার শোনার

পর ও খিক খিক করে হাসে। আমাকে বলে, মানুষ

এতো শখ করে। আর তুমি শখ করলা আমাকে বিয়ে

করার।

এই যে ও হাসে, এই যে আমি ওর হাসির শব্দটা

শুনতে পাই এইজন্য এমন উদ্ভট কথাগুলো আরো

বেশি বলি। আমি সারাদিন ওকে নিয়ে ভাবি, প্রতিটা রাতে

গুন গুন করে গান গাইতে গাইতে, কখনো ক্ষুধার

জ্বালাতে কোকাতে কোকাতে, কখনো মাথা

ব্যাথার প্রচন্ড যন্ত্রণায়- আমি সবসময় ওকে নিয়ে

ভাবি। আজ রাতে অথবা এমন আরো হাজারটা রাতে আমি

ওর সাথে গল্প করি। যত কষ্ট থাক সব ভুলে যাই। কথা

বলতে বলতে কখন যে ঘুমিয়ে যাই আমি টের

পাইনা। আজকেও পেলাম না।


তোমায়।বাংলা কবিতা।bangla kobita


Bangla kobita,bangla golpo


Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৫ ডিসেম্বর, ২০২০ এ ৩:৫৫ PM

    Next part kobe

Add Comment
comment url