বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি || BD railway pointsman preparation in 2022

বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান  প্রস্তুতি || BD railway pointsman preparation in 2022

railway pointsman preparation




Are you preparing yourself for the post of Bangladesh Railway Pointsman? If you are looking for Pointsman Previous Year Question and How to take preparation for Bangladesh Railway Pointsman, then this article is all about for you. I won't waste your time and Promised. This article is going to help you to get all Pointsman Previous Year Question and they proper way of How to take preparation for Bangladesh Railway Pointsman. Bangladesh Railway has published a circular and still accepting application from Bangladeshi citizens. Let me share the circular as picture and link for applying. Application link is here. Now let me share the picture for you so that you can read all everything regarding Bangladesh Railway Pointsman.

 


বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান  প্রস্তুতি || BD railway pointsman preparation in 2022


It is always important to take a good preparation for an exam. Because there will be a lot of job seekers for the post. If your preparation is not good, you can't get the job. Let me write everything in Bangla.

 

রেলওয়ে পয়েন্টসম্যান পদে প্রস্তুতি

বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি আমাদের পোষ্ট গতানুগতিক সাইট থেকে সম্পূর্ণ আলাদা। আমি লিখালিখি করি আপনাদেরকে সামান্যতম উপকার করার উদ্দেশ্য নিয়ে। আজকের পোষ্ট কি সম্পর্কে সেটা নিশ্চয় বুঝে গেছেন। চলুন শুরু করি।

রেলওয়ে পয়েন্টসম্যান পদে প্রস্তুতি নেওয়ার আগে আমাদের জানা উচিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পদটি সম্পর্কে। 

পয়েন্টসম্যান পদ সম্পর্কে বিস্তারিতঃ

) পয়েন্টসম্যানের কাজ কি ?

রেলওয়ের পয়েন্ট সংক্রান্ত যাবতীয় কাজ করেন পয়েন্টসম্যান। এরা ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী। সাধারণত পয়েন্টসম্যানরা বিভাগীয় পরিবহন কর্মকর্তার অধীনে থাকেন। তবে মাঠ পর্যায়ে একজন ষ্টেশন মাস্টার অথবা একজন ইয়ার্ড মাস্টারের অধীনে দায়িত্ব পালন করেন।

You can also read

 

এলজিইডি কার্য সহকারী প্রশ্ন  সম্পূর্ণ প্রস্তুতি 

How to take Government Bank Job Preparation in 2021

 

ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি কাজে নিয়োজিত থাকে পয়েন্টসম্যান পদের 

কর্মচারীরা স্টেশন ছাড়ার আগে ট্রেনচালকের কাছে ট্র্যাক  অন্যান্য বিষয়ে

 স্টেশন মাস্টারের নির্দেশনা পৌঁছে দেন পয়েন্টসম্যান। কোথাও কোথাও রেল ট্র্যাক পরিবর্তনের কাজটিও করেন পয়েন্টসম্যান।

points-man বা pointsman পদের কর্মচারীরা পি-ম্যান ( p-man ) নামেও পরিচিত। এই পদে লোকবল সংকট থাকলেও তা কাটিয়ে উঠতে পারছে না রেলওয়ে। এতে করে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্টেশনে রেলওয়ের যাত্রী  পরিবহন সেবা।

)পয়েন্টগুলো কোথায় থাকে?

কোনো রেল স্টেশনে ১টি লুপ লাইন থাকলে এর উভয় পাশে ৪টি পয়েন্ট থাকবে। প্রতিটি স্টেশনের হোম থেকে এডভান্স স্টার্টারের আগ পর্যন্ত এসব পয়েন্টের অবস্থান। যে স্টেশনে যত লুপ লাইন তার চারগুন পয়েন্ট থাকতে পারেআবার কমবেশিও হতে পারে। ব্যাপারটি নির্ভর করে ১টি স্টেশনের ট্রাফিক এবং কার্যক্রমের গুরুত্ব অনুসারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটা ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগনালিং সিস্টেম কোনো কারনে ফেল করেতখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো 

পয়েন্টসম্যানদের করতে হয়।একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন-বিয়োজন করে সাজানোও পয়েন্টসম্যানের কাজ। এছাড়া মাল বোঝাই গাড়ি দ্রুত  দক্ষতার সাথে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে।

)পয়েন্টসম্যানের বেতন  প্রমোশন

পয়েন্টসম্যানের পদের বেতন ধরা হয় ১৮তম গ্রেডে (,৮০০-২১,৩১০ টাকা)

একজন পয়েন্টসম্যান কাজের দক্ষতাসিনসিয়ারিটি অনুযায়ী চীফ ইয়ার্ড মাস্টার পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ইয়ার্ড ফোরম্যান পদে 6 বছর চাকুরীকাল অতিক্রম করার পর ট্রেন পরিচালক বা গার্ড পদে যাওয়ার সুযোগ রয়েছে।

 

 

 Bangladesh railway pointsman preparation in 2022

 

 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং চাকরি পাবেন সেটি জানাবো এই অংশে। মনযোগ দিয়ে পড়ুন এবং আমাদের লিখা ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি  নিতে হলে আপনাকে জানতে হবে কি কি আপনার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। যেহেতু এই পদে আগে পরিক্ষা হয় নি তাই প্রস্তুতি নিতে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু আজকের পর ইনশা-আল্লাহ সেটা থাকবে না। 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি   নিতে হবে নিম্ন উল্লেখিত বিষয় সমূহেঃ

Railway Pointsman Preparation Bangla

এটি ৩য় শ্রেণীর পদ। সুতরাং প্রশ্ন হবে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশ থেকে।  

৩য় শ্রেণীর পদের জবে বাংলা সাহিত্য অংশে কি কি পড়বেনঃ 

বিভিন্ন লেখক এবং তাদের উল্লেখ্যযোগ্য সাহিত্য। জন্য চাইলে আপনারা অভিযাত্রী বাংলা বইটি পড়তে পারেন।

৩য় শ্রেণীর পদের জবে বাংলা ব্যাকরণ অংশে কি কি পড়বেনঃ 

 

১। এক কথায় প্রকাশ। 

২। বাগধারা। 

৩। সন্ধি বিচ্ছেদ। 

৪। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। 

৫। শব্দের শুদ্ধ বানান। 

৬। ভাবসম্প্রসারণ। 

৭। কারক বিভক্ত। 

৮। অন্যান্য। 

Railway Pointsman Preparation English

Railway Pointsman English preparation is very crucial to pass the railway pointsman exam. Because we are basically weak in English and we can't secure a good result in English part. There will be 20 marks on English Grammar and English Literature part. However, English grammar part is more important for railway pointsman preparation. Here I am going to share the most important parts of English grammar which are very important for every exam including railway pointsman Exam Preparation.

1. Preposition. 

2. Right From verb.

3. Idiom phrase. 

4. Translation. 

5. Composition (Recent/Ongoing topic)

6. Article. 

7. Other. 

 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি সাধারণ জ্ঞান 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।

মুক্তিযুদ্ধ সম্পর্কে।

বর্তমানে চলমান উন্নয়ণ পকল্প নিয়ে।

বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল  তারিখ।

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে।

গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে।

বাংলাদেশ  আন্তর্জাতিক ইস্যু নিয়ে।

বিভিন্ন অন্তর্জাতিক সংস্থা নিয়ে।

১০অন্যান্য।

 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি গণিত 

লসাগুগসাগুসরল।

লাভ-ক্ষতিসুদ-কষা

বীজগণিত (উৎপাদকমান নির্ণয়)

পরিমিতি।

জ্যামিতি।

 

 

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৩ এপ্রিল, ২০২২ এ ৯:৪৫ AM

    Get a $50 free chip bonus at Slots of Vegas
    Slots of Vegas Online bsjeon.net Casino Review - Welcome Bonus: Get gri-go.com $50 free chip bonus at Slots of 출장샵 Vegas Casino! Read on to learn 바카라 사이트 more about the latest  Rating: 3.5 · ‎Review by Casino Roll

Add Comment
comment url